শ্রীপুরে সিমানা প্রাচির নির্মাণে বাধা দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংর্ঘষ মটরসাইকেল ভাংচুর উভয় পক্ষের আহত ৫জন

ঢাকা

 

2015_11_28_09_12_57_8BlqbJ61w490I2SwL3EEPDwBzy5DYR_original

 

 

 

 
রাতুল মন্ডল,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর ধনুয়া দক্ষিনপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরুদের জেরধরে ৫জন আহত হয়েছে। ১২জানুয়ারী বিকাল ৪টার দিকে ওই ঘটনা ঘটে। আহতরা হলেন,

ছাইফুল ইসলামের স্ত্রী লিপি আক্তার (৩০), ভাগিনা শফিকুল ইসলাম (২৯), ও ছাইফুল ইসলামের মা জুবেদা খাতুন (৬৬), তাইজুদ্দিন (৫৫),ও সোলেমান (৩৫)। ছাইফুল ইসলাম জানান,তার সিমানা প্রাচির নির্মাণ কাজে বাধা দেয় তাইজুদ্দিন ও তার তিন ছেলে সোলেমান,সাদেকুল,সুজন ও সাদেকুলে স্ত্রী আসমা আক্তার।

কথা কাটা কাটির এক ফাকে তাইজুদ্দিনের ছেলেরা আমার স্ত্রীর উপর চরাও হয়ে মারপিট শুরু করেন। সাদেকুলে স্ত্রী আসমা আক্তার লাঠি দিয়ে আমার স্ত্রী লিপির মাথায় বারিদিতে চাইলে, ওই লাঠিরবারি তাইজুদ্দিনের মাথায় গিয়ে লাগে, এতে তাইজুদ্দিন আহত হয়।
পরে তাইজুদ্দিনের তিন ছেলে আমার বাড়ীতে এসে আমার মটরসাইকেল ও বাউন্ডারী ব্যাপক ভাংচুর করেন।

এবিষয়ে শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক এস আই এরশাদ উকিল জানান,ঘটনা শুনার পর ঘটনাস্থলে গিয়ে ছিলাম। অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *