বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আসছেন মুসল্লিরা

Slider জাতীয়

 

asa

 

 

 

 

 

গাজীপুর: টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিতে ইজতেমা ময়দানে আসতে শুরু করেছে মুসল্লিরা।

সকাল থেকে ইজতেমা ময়দানে বিভিন্নভাবে আসতে শুরু করেন মুসল্লিরা।

যানবাহন সংকট, ভিড়, যানজটসহ নানা ভোগান্তি থেকে রক্ষা পেতে আগেভাগেই প্রচুরসংখ্যক মুসল্লি ময়দানে এসে যার যার খিত্তায় অবস্থান নিতে শুরু করেছেন।

তারা সঙ্গে করে রান্নার চুলা, গ্যাসের বোতল, জামা কাপড়, শীতবস্ত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে আসছেন।

এদিকে, এরইমধ্যে ইজতেমা ময়দানের কিছু টুকিটাকি কাজ সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। ময়দানের ময়লা-আবর্জনা ও টয়লেট পরিষ্কার করা হয়ে গেছে।

এবার দেশের ৩২ জেলার মুসল্লিদের অংশগ্রহণে ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৫ জানুয়ারি শুক্রবার ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হবে ১৭ জানুয়ারি।

এরআগে গত ৮ জানুয়ারি শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এতে দেশ বিদেশের লাখো মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ১০ জানুয়ারি রোববার তা শেষ হয়।

এবারের ইজতেমা ৫১তম বিশ্ব ইজতেমা। আগামী ২০১৭ সালের বিশ্ব ইজতেমায় অংশ নেবেন এবার বাদ পড়া ৩২ জেলার মুসল্লিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *