রাঙামাটি: রাঙামাটি শহরে অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের টিটিসি রোডে এক বাসায় গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে আসে। পরে পৌনে ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
আগুনে প্রায় ৩০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয় বলে জানায় ফায়ার সার্ভিস। এতে দুই কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানায় এলাকাবাসী।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক গোলাম মোস্তফা বলেন, তিনটি ইউনিট এক সঙ্গে কাজ করে এক ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুনে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।