পুরুষেরা বেশি মিথ্যা বলেন

Slider গ্রাম বাংলা জাতীয় সারাদেশ

59687_men-lies-the-most-320x200
গ্রাম বাংলা ডেস্ক:  কথায় আছে ‘নারীর মন বুঝা দায়’। নারীদের নিয়ে জগতে এ কথা প্রচলিত থাকলেও, একজন নারীর তুলনায় একজন পুরুষ বেশি মিথ্যা কথা বলেন। হ্যাঁ, এবার গবেষণায় উঠে এসেছে এ চাঞ্চল্যকর তথ্য।

একটি গবেষণায় দেখা গেছে, নারীদের তুলনায় পুরুষেরা বেশি মিথ্যা কথা বলে থাকেন।

একজন নারী সাধারণত কাউকে কষ্ট দিতে না চাওয়ার কারণে সত্যি কথা চেপে রাখেন। সেখানে একজন পুরুষ নিজের পয়সা বাঁচাতে বা কোনো বাজি জিততে মিথ্যার আশ্রয় নিয়ে থাকেন। তবে, সবক্ষেত্রেই তা নয়।

গবেষকেরা জানিয়েছেন, একজন পুরুষ সপ্তাহে কমপক্ষে চারবার মিথ্যা কথা বলার বা সত্যি লুকিয়ে রাখার চেষ্টা করেন। কিন্তু নারীরা সেক্ষেত্রে সপ্তাহে মাত্র তিনবার এমনটা করে থাকেন।

কোনো সমস্যা থেকে বের হওয়ার জন্যেও পুরুষ মিথ্যায় আশ্রয় নেন। তারা কোনো ঘটনাকে অনেক রঙ চড়িয়ে বলার চেষ্টা করেন।

প্রায় দুই হাজার ব্রিটিশ যুবকের উপর একটি সার্ভে করেন গবেষকেরা।

এতে দেখা গেছে, পুরুষেরা সবচেয়ে বেশি মিথ্যা নিজের মানসিক স্থিতি নিয়ে বলে থাকেন। শত সমস্যার মধ্যে থাকলেও, তারা ‘আমি ঠিক আছি’ বলে কথা এড়িয়ে যান।

পুরুষদের ক্ষেত্রে দ্বিতীয় মিথ্যে হলো, কোনো উপহার পছন্দ না হলেও তারা সেটি পছন্দ করার ভান করেন।

এছাড়াও কোনো জিনিসের দাম ও নিজের অসুস্থতা নিয়েও মিথ্যার আশ্রয় নেন পুরুষেরা।

সূত্র : কলকাতা২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *