চট্টগ্রাম : আগামী মার্চে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনেও পৌরসভা নির্বাচনের মত সরকার দলীয় প্রার্থীরা ‘ভালো’ করবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার দুপুরে নগরীর কর্ণফুলী থানার মইজ্যারটেক এলাকায় একটি প্রকল্পের উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘দলীয় প্রতীকে পৌরসভার নির্বাচনের প্রথম অভিজ্ঞতাটি আমাদের জন্য অত্যন্ত সুখকর হয়েছে। আশা করছি আগামী মার্চে অনুষ্ঠেয় ইউপি নির্বাচনও আমাদের জন্য ভালো হবে। সেটি আমারা ভালোভাবেই কাটাতে পারব।’
কর্ণফুলী টানেল নিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘কর্ণফুলী টানেলের নির্মাণ কাজ গত ডিসেম্বর মাসে উদ্বোধন হওয়ার কথা থাকলেও চীনের প্রেসিডেন্ট না আসায় সম্ভব হয়নি। তবে আমাদের প্রক্রিয়াগত কাজ চলমান রয়েছে, সেটি ইতোমধ্যে শুরু হয়েছে। এরপরও আশা করছি আগামী মার্চ এপ্রিলের দিকে চীনের প্রেসিডেন্ট বাংলাদেশে আসতে পারেন। উনি আসলে হয়তো টানেলের উদ্বোধনটা হবে। যদি তখন উনি নাও আসেন, তাহলে তো আর কাজ থেমে থাকবে না। তখন থেকে আমাদের কাজগুলো দৃৃশ্যমান হবে। যেটি মার্চের পর থেকে আপনারা দেখতে পাবেন।’
মন্ত্রী আরো বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চারলেনের কাজ আগামী মের মধ্যে শেষ হবে। মাননীয় প্রধানমন্ত্রী এটির উদ্বোধন করার মাধ্যমে দেশের জনগণ এর সুফল ভোগ করতে পারবেন।’