ভোলা ও শরীয়তপুরে ভেসে উঠল ৩ লাশ

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাদেশ

59694_Mawa2

গ্রাম বাংলা ডেস্ক: ভোলা সদরের মেঘনায় ও শরীয়তপুরের নড়িয়ার পদ্মা নদীতে ভেসে উঠেছে তিনটি লাশ। লাশ তিনটি ডুবে যাওয়া পিনাক-৬ লঞ্চের যাত্রীর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভোলা : ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের রামদাসপুর এলাকার মেঘনা নদী থেকে ফাহাদ (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। তার বাড়ি ঝালকাঠি।
বুধবার সকাল ৯টায় এ লাশ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া লাশটি পদ্মায় ডুবে যাওয়া পিনাক-৬ এর যাত্রীর হতে পারে বলে জানিয়েছেন ভোলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামন।
তিনি জানান, মেঘনার রামদাসপুর এলাকায় স্থানীয় জেলেরা একটি লাশ ভাসতে দেখে সেটি উদ্ধার করে নদীর পাড়ে উঠিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছে। জেলা প্রশাসক মো. সেলিম রেজাও ঘটনাস্থলে যাচ্ছেন বলে তিনি জানান।

শরীয়তপুর : শরীয়তপুরের নড়িয়া থানাধীন সুরেশ্বর ওয়াপদা স্টেশন সংলগ্ন এলাকায় পদ্মা নদীতে দু’টি অজ্ঞাত লাশ ভেসে উঠেছে বলে জানিয়েছে উদ্ধারকারী দল।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ওয়াপদা স্টেশনে লাশ দু’টি ভেসে উঠে।
বিষয়টি মাওয়াঘাট সাব কন্ট্রোল রুমকে জানান অপর একটি লঞ্চের যাত্রী আলী হাইদার খান। তিনি লঞ্চযোগে নড়িয়া থেকে মাওয়া ঘাটে আসেন। পরে সাব কন্ট্রোল রুম লাশ দু’টি উদ্ধার করার উদ্যোগ নেয়।
এ ব্যাপারে মুন্সিগঞ্জের লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, লাশ দু’টি উদ্ধারের জন্য আমাদের উদ্ধারকারী টিম পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *