ব্রাহ্মণবাড়িয়া: গতকাল সোমবার পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে মাদরাসা ছাত্রদের সংঘর্ষে আহত মাদরাসা ছাত্রের মৃত্যুর প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষ বাধে।
মঙ্গলবার ভোরের দিকে ওই ছাত্রের মৃত্যু হয় বলে দাবি করেছেন মাদরাসা কর্তৃপক্ষ। নিহত মাসুদুর রহমান পৌর এলাকার ভাদুঘর গ্রামের ইলিয়াস আহম্মেদের ছেলে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছে।
সদর মডেল থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানায়, একজন মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি শহরে চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। তারা শহরের বিভিন্ন স্থানে টহল দিচ্ছে।
উল্লেখ্য, গত সোমবার ( ১১ জানুয়ারি) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে মাদরাসা ছাত্রদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৮টা পর্যন্ত শহরের টিএ রোড এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।