আগৈলঝাড়ায় প্রশাসনের ১৭ দপ্তরের কর্মকর্তাদের কর্মবিরতি পালন

বরিশাল

mail.google.com

 

 

 

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
সদ্য ঘোষিত অষ্টম পে-স্কেলে চাকুরিতে যোগদানের ক্ষেত্রে ক্যাডার ও নন ক্যাডার অষ্টম গ্রেডে এবং উপজেলা পরিষদের ক্ষমতায়ন সম্পর্কিত নতুন অফিস স্মারক বাতিলসহ ৪দফা দাবি আদায়ের লক্ষ্যে বরিশালের আগৈলঝাড়া উপজেলার ১৭টি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিরা গতকাল সোমবার বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলা পরিষদের সামনে কর্মবিরতি পালন করেন। বাংলাদেশ সম্মিলিত সরকারী কর্মকর্তা পরিষদ (বাসসকপ)-র আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়। ১১ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত এই কর্মবিরতি কর্মসূচি চলবে বলে জানান কর্মকর্তারা। এসময় ১৭টি দপ্তরের নন ক্যাডার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন। কর্মবিরতির ফলে দাপ্তরিক কাজকর্ম স্থবির হওয়ায় ভোগান্তিতে পরেন সাধারণ জনগন। কর্মবিরতিতে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ওমর ফারুক, মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রানী সেন, বেবী হোম কর্মকর্তা আবুল কালাম আজাদ, মৎস্য কর্মকর্তা রোজিনা আক্তার, আনসার ভিডিপি কর্মকর্তা ক্ষিতীশ চন্দ্র ফলিয়া, উপ-সহকারী প্রকৌশলী শ্যামল হাওলাদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *