গ্রাম বাংলা ডেস্ক: ছবিটা তোলার সময় ভাবতেও পারেন নি, এমন করে চলে যেতে হবে।। দেখা হবে না প্রিয় মুখগুলোর সাথে। তিনজনই হারিয়ে যাবেন একসাথে। চিরবিদায়ের এ ধ্বনি হয়তো শুনতে পাননি তারা।
কিন্তু শেষ যাত্রায় এক ফ্রেমে বন্দি হয়েছেন তিন বোন। এক ফ্রেমে বাঁধা তিন বোনের ছবি এখন স্বজনদের কাছে শুধুই স্মৃতি। স্বজন হারানোদের কাছে তা বেদনার আরেক উৎস।
নুসরাত জাহান হীরা, তার ছোট বোন ফাতেমা তুজ জোহরা স্বর্ণা এবং খালাতো বোন জান্নাতুন নাঈম ঢাকায় ফিরছিলেন একসাথে।
মুন্সীগঞ্জের মাওয়ায় লঞ্চ ডুবিতে নিখোঁজ হন তিন বোন। হিরার লাশ পাওয়া গেলেও এখনো নিখোঁজ অপর দুই বোন।
নুসরাত জাহান হীরা রাজধানীর সিকদার মেডিকেল কলেজ, ফাতেমা রাইফেলস পাবলিক কলেজ এবং জান্নাতুন নাঈম পড়েন চীনের জইনজু ইউনিভার্সিটিতে।
ঢাকায় ফেরার পথে ভ্যানগাড়িতে করে আসছিলেন লঞ্চ ঘাটে। পথেই তুলেছেন শেষ সেলফি। সেই ছবি পোস্ট করেছেন নুসরাত জাহান হীরা তার ফেসবুক ওয়ালে।
সোমবার সকাল ৯টা ৩৬ মিনিটে আপলোড করা হয় ছবিটি। যার ক্যাপশন লেখা ছিলো On the Way Sister journey