বিশ্ব প্রতিবন্ধী দিবসে জয়ার ‘পুত্র’

Slider বিনোদন ও মিডিয়া

2016_01_10_19_56_16_xJZ91tI16JwerwEtblOD7m1ozs4W93_original

 

 

 

 

ঢাকা: ডিসেম্বরে শেষ হয়েছে জয়া আহসানের চলচ্চিত্র ‘পুত্র’র দৃশ্যধারণের কাজ। ছবিতে একজন স্কুল শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার সঙ্গে অভিনয় করেছেন কয়েকজন প্রতিবন্ধী শিশু। তারা জয়ার সঙ্গে অভিনয় করে খুব উচ্ছ্বসিত। আবার জয়াও তাদের পেয়ে আনন্দিত। আড্ডায়, আনন্দে কেটেছে তাদের শুটিংয়ে সময়গুলো। তাই শুটিং শেষ হলেও সেই সময়গুলো এখনো ভুলতে পারছেন না তিনি। বারবার স্মৃতি হাতড়ে হারিয়ে যাচ্ছেন সৈই মুহুর্তগুলোতে। রোববার চলচ্চিত্রটিতে শিশুদের সঙ্গে কাটানো কিছু মুহুর্তে ছবি জয়া শেয়ারও করেন ফেসবুকে।

 

এদিকে ছবির নির্মাতা মান্নু বাংলামেইলকে জানালেন, ‘বর্তমানে ছবিটির এডিটিং চলছে। কাজ প্রায় শেষের দিকে। তারপর আছে ডাবিং, কালার কারেকশন। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের দিকে সেন্সরে জমা দেব। আর ইচ্ছা আছে এপ্রিল অটিজম ডে উপলক্ষে ছবিটি মুক্তি দেয়ার। কিন্তু সেটা নির্ভর করছে সেন্সরের উপর।’

 

উল্লেখ্য, চলচ্চিত্রটিতে জয়া ছাড়াও আছেন- শাকিব খান, ফেরদৌস, মেহরীন, আজিজুল হাকিম, সেঁউতি, ডলি জহুর প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *