জনতা ব্যাংকের ৫ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

Slider জাতীয়

 

1452414083

 

 

 

 

হলমার্ক কেলেঙ্কারির নন-ফান্ডেড অংশের প্রায় দেড় হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় জনতা ব্যাংকের এজিএমসহ  ৫ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুদকের প্রধান কার্যালয়ে সকাল সাড়ে ১১টায় তা‌দের জিজ্ঞাসাবাদ শুরু হয়।

দুদকের পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বাধীন এক‌টি টিম তাদের জিজ্ঞাসাবাদ কর‌ছে। জিজ্ঞাসাবাদ বি‌কেল পর্যন্ত চলবে দুদক সূত্রে জানা গে‌ছে।

তারা হলেন- জনতা ব্যাংক কর্পোরেট শাখার এসিস্টেন্ট জেনারেল ম্যানেজার (এজিএম) আব্দুল্লাহ-আল-মামুন, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. সাখাওয়াত হোসেন, এক্সিকিউটিভ অফিসার মোছা: জেসমিন খাতুন, এক্সিকিউটিভ অফিসার জিনিয়া জেসমিন ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার (ম্যানেজার, রপ্তানী) জেসমিন আখতার।

এর আগে ২০১৫ সালের ২৩ ডিসেম্বর ওই কর্মকর্তাসহ মোট ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব করেছিল দুদক। ওই বছরের ২২ ডিসেম্বর হলমার্ক কেলেঙ্কারির নন-ফান্ডেড অংশের (দ্বিতীয় অংশ) প্রায় দেড় হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে টিম পুনর্গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *