বগুড়া: সান্তাহারে আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের
মধ্যে ত্রিমুখি সংঘর্ষে শ্রমিক লীগের কর্মী শফিকুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় সান্তাহারের পৌর মেয়র বিএনপি নেতা তোফাজ্জেল হোসেন ভুট্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম মন্টু, পৌর জাতীয় পার্টির সভাপতি আব্দুল লতিবসহ ২৩ জনের নাম উল্লেখ করে ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে।
রোববার দুপুর ১২টার দিকে আদিতমারী থানায় নিহতের বড় ভাই ও শ্রমিকলীগ নেতা নূর ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির জানান, ওই সংঘর্ষের ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিন জনকে আটক করা হয়েছিল। তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে সান্তাহার পৌর এলাকায় আওয়ামী লীগ, শ্রমিকলীগ ও জাতীয় পার্টির মধ্যে ত্রিমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শ্রমিকলীগ নেতা নূর ইসলামের ছোট ভাই শফিকুল ইসলাম নিহত হন। এছাড়া এ সংঘর্ষে আহত শ্রমিকলীগ কর্মী সোহাগ হোসেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার পরিবার জানায়, রোববার সোহাগের দাফন কাজ সম্পন্ন হওয়ার পর তারাও এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করেন