বিশ্ব ইজতেমা প্রাঙ্গণ থেকে : প্রতিবছর ইজতেমার দ্বিতীয় দিন বাদ আছর ইজতেমার বয়ান মঞ্চের পাশেই বসতো যৌতুকবিহীন বিয়ের আসর। কনের অনুপস্থিতিতে ও সম্মতিতে, বর এবং কনে পক্ষের লোকজনের উপস্থিতিতে অনুষ্ঠিত হতো ওই বিয়ে। বিয়ের পর বয়ান মঞ্চ থেকেই মোনাজাতের মাধ্যমে নব দম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনায় দোয়া করা হতো। কিন্তু এবার আর তা হচ্ছে না।
বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন বাংলামেইলকে জানান, বিগত বছরগুলোর মতো বিশ্বজতেমা ময়দানে এবার বিয়ের আয়োজন হচ্ছে না। ইজতেমায় যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হলে তা কেবল এই ময়দানে আসা তাবলিগি সদস্যরা ও মুসুল্লিরা জানতে পারেন। এলাকার লোকজন এমনকি অনেক স্বজনও তা জানতে পারেন না।
তাই এবার থেকে ইজতেমা ময়দানে যৌতুকবিহীন বিয়ের জন্য অনেকেই তালিকাভুক্ত হলেও তাদের নিজ নিজ এলাকায় গিয়ে মসজিদের ইমাম-আলেম ওলামাদের উপস্থিতিতে ওই বিয়ের আয়োজন করতে বলা হয়েছে। এবার মাঠে ওই বিয়ের আনুষ্ঠানিকতা নেই।
গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশিদ বলেন, ‘এবার ইজতেমার ময়দানে যৌতুকবিহীন বিয়ের আয়োজন হচ্ছে না।’