নয়ন দেওয়ান,ইজতেমা থেকে ফিরেঃ-
মুসলিম উম্মাহর দ্বিতীয় জমায়েত বিশ্ব ইজতেমা। ৫১তম বিশ্ব ইজতেমা শুরু হয় আজ শুক্রবার ৮ জানুয়ারি।দুই পর্বের ইজতেমার প্রথম পর্বের মোনাজাত হবে ১০ জানুয়ারি। বিশ্বের আরো একটি বৃহতম জুমার জামাত অনুষ্ঠিত হয়ে গেলো তুরাগের তীরে।লাখো লাখো মুসল্লির উপস্থিতি প্রথম দিনই।
বিশ্ব ইজতেমা ২০১৬ উপলক্ষে বাংলাদেশ ইমাম সমিতি গাজীপুর জেলা শাখা ও মহানগর শাখার যৌথ উদ্দেগে ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।আজ সকাল ৯ ঘটিকায় জাতীয় ইমাম সমিতির গাজীপুর মহানগর শাখার সভাপতি ও গাজীপুর পুলিশ লাইন্স জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা মজিবুর রহমান মাহমুদী সাহেবের সভাপতিত্বে ফ্রি চিকিৎসা ক্যাম্পের কার্যক্রম শুরু হয়। ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো গাজীপুর জেলা পুলিশ সুপার জনাব মোঃহারুন অর রশীদ পি পি এম(বার)। প্রধান অতিথি ছিলেন মোঃজাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামীলীগ। সম্মানীত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ মোঃজাবেদ আলী জবে।
ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধনের শুরুতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় ইমাম সমিতির গাজীপুর জেলা শাখার সম্মানিত সভাপতি আলহাজ মাওঃ আশরাফ আলী ফারুকী। ডাঃ মোঃআফজাল হোসেন সরকার ইজতেমায় আগত অসুস্থ মুসল্লিদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন।এছাড়াও চিকিৎসা সহযোগিতায় ছিলেন সিনিয়র সহ সভাপতি মাওলানা আঃ রাজ্জাক খান,মাওঃহারিছুল হক হোসাইনী,মুফতি আলী হায়দার গাজীপুরি,ডাঃ মোঃ ওয়াজ উদ্দিন,মুফতি জুলফিকার,মাওলানা ইসহাক,আমিনুল হক,মাওঃ মোশারফ মাদানী,আব্দুল আলিম যশোরী,ক্বারি তুফাজ্জল,আলহাজ ডাঃজাহাঙ্গীর খান,ডাঃইমাম হোসেন বাচ্চু প্রমূখ।
চিকিৎসা ক্যাম্প পরিচালনা কমিটি ও ব্যবস্থাপনায় ছিলেন আলহাজ্ব মুফতি তাজুল ইসলাম ফারুকী,সিনিয়র সহ সভাপতি ও প্রধান আহ্বায়ক স্টল পরিচালনা কমিটি।