এপেক্স ক্লাব অব গাজীপুর কর্তৃক শীতবস্ত্র বিতরণ

Slider জাতীয় ঢাকা ফুলজান বিবির বাংলা বাংলার সুখবর সারাদেশ

12511553_1539645369679060_561089727_n

 

 
স্টাফ করেসপন্ডেন্ট গাজীপুর অফিস: আন্তর্জাতিক সেবাধর্মী প্রতিষ্ঠান এপেক্স ক্লাব অব গাজীপুর এর উদ্যোগে শীতার্তদেও মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

শ্রক্রবার(৮ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় গাজীপুর ডায়েবেটিক সমিতির হল রুমে আনুষ্ঠানিকভাবে ওই সকল সামগ্রী বিতরণ করা হয়।

এপেক্স ক্লাব অব গাজীপুর এর সদ্য অতীত সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গ্রামবাংলানিউজটোয়েন্টিফোর.কম এর এডিটর ইন চীফ ড. এ কে এম রিপন আনসারী।

12498896_1539645429679054_1941946660_n

 

 

 

 

এপেক্স ক্লাব অব গাজীপুর এর সেবা পরিচালক এস এম হাফিজুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি আঃ মালেক, জুনিয়র সহসভাপতি জহিরুল ইসলাম জহির, জনসংযোগ পরিচালক রাজীব আহমেদ, বিতর্ক পরিচালক মহিউদ্দিন শরিফী, সমন্বয়কারী পরিচালক ডাঃ বোরহান উদ্দিন অরণ্য, নির্বাহী সদস্য মনোয়ার হোসেন রনি ও প্রকৌশলী জেমাম আহমদ, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের জীব বৈচিত্র বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খোন্দকার হাছিবুর রহমান, দৈনিক মুক্ত বলাকার বার্তা সম্পাদক সুশীল চন্দ্র পাল প্রমূখ।

12498627_1539646143012316_359864502_n

 

 

প্রধান অতিথির বক্তব্যে ড. এ কে এম রিপন আনসারী বলেন, আন্তর্জাতিক সংগঠন হিসেবে এপেক্স ক্লাব সারা বিশ্বে সুনামের সঙ্গে মানব সেবা করে আসছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের গাজীপুর জেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ একটি মহতি উদ্যোগ। একই ভাবে বাংলাদেশের সকল জেলায় অনুরুপ কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক পরমিন্ডলে সংগঠনের ভাবমূর্তি উজ্জ্বল করার উপর গুরুত্বারোপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *