মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু হলেও এ মুহূর্তে অভিনয়েই বেশি ব্যস্ত আলোচিত মডেল-অভিনেত্রী সুমাইয়া জাফর সুজানা। পাশাপাশি মিউজিক ভিডিওতেও নিয়মিত কাজ করছেন তিনি। মাঝে অভিনয় মাধ্যমে কাজ অনেকটা কমিয়ে করলেও এখন সব ধ্যানজ্ঞান এখানেই তার। বর্তমান ব্যস্ততা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে আজকের ‘আলাপন’-এ কথা বলেছেন সুজানা। তার সাক্ষাৎকারটি নিয়েছেন মারুফ কিবরিয়া
কেমন আছেন? কেমন চলছে সব?
আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। একটু দৌঁড়াদৌঁড়িতে আছি। বলতে পারেন ব্যস্ততা চারপাশা থেকে ঘিরে রেখেছে।
এখন কি কাজ করছেন?
এ মুহূর্তে কোরিওগ্রাফির কাজ করছি। সামনে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অনুষ্ঠান হবে। সেটার কাজ নিয়ে ব্যস্ত আছি। সেখানে সেনাসদস্যদের স্ত্রীদের ফ্যাশন কোরিওগ্রাফার হিসেবে কাজ করছি। তাদের নিয়মিত ট্রেইনিংয়ের দায়িত্বটা আমি পেয়েছি। কাজটি করে বেশ উপভোগ করছি।
নাটকের কাজ কি করছেন?
এ মুহূর্তে তিনটি সিরিয়ালের কাজ করছি। এর মধ্যে রয়েছে ‘নন স্টপ’, ‘এই শহরে’ ও ‘রোড নম্বর ৭ বাড়ি নম্বর ১৩’। এছাড়া নতুন একটি সিরিয়ালের ব্যাপারে কথা হচ্ছে। তবে চূড়ান্ত হয়নি এখনও।
খণ্ড নাটকের কাজ কি করছেন?
খণ্ড নাটকের শুটিং সামনেই। ভ্যালেনটাইন ডে উপলক্ষে একটি নাটকে অভিনয় করবো। দারুণ গল্প। এতে চিত্রনায়ক রিয়াজ ভাইয়ের বিপরীতে কাজ করছি। এছাড়া টুকটাক আরও কিছু নাটকে কাজ করার কথা রয়েছে।
বিজ্ঞাপনচিত্রে কাজ করছেন না অনেকদিন…
হ্যাঁ, অনেক দিন হয়েছে নতুন কোনো বিজ্ঞাপনে কাজ করি না। তবে আমি তো এভাবেই চলে আসছি। ভালো কাজ না হলে করি না। যেমন ভালো পণ্য, নির্মাতা. বাজেট-সব সমন্বয় না হলে বিজ্ঞাপনে কাজ করাটা হয়ে ওঠে না। কারণ এটা দিয়ে আমি ক্যারিয়ার শুরু করেছি। তাই মানের দিকে শতভাগ খেয়াল রাখি। শুধু বিজ্ঞাপনে নয়, নাটক কিংবা টেলিছবি যেকোনো কাজের ক্ষেত্রেই আমি অনেক বেশি চুজি।
সম্প্রতি একটি মিউজিক ভিডিওর মডেল হয়েছেন। কেমন সাড়া পাচ্ছেন?
আল্হামদুলিল্লাহ। অনেক ভালো সাড়া পাচ্ছি। আমার আগের মিউজিক ভিডিও গুলোর মতো ন্যানসির গাওয়া ‘আমি ছুঁয়ে দিলেই’ গানটির ভিডিও থেকেও বেশ প্রশংসা পাচ্ছি। সেজন্য ক্রেডিটটা তানিম রহমান অংশু ভাইকে দিতেই হবে। কারণ তিনি আমাকে ভিডিওটিতে ভালোভাবে উপস্থাপন করেছেন। গত বছরের ‘ঘুম হয়ে’ গানের ভিডিওটিও অংশু ভাই নির্মাণ করেছেন।
আপনি তো অটিস্টিক মানুষদের নিয়ে কাজ করছেন। সে ব্যস্ততা কেমন যাচ্ছে?
অভিনয়ের পাশাপাশি এ কাজটি করে আসছি অনেকদিন হলো। মিডিয়াতে অনেকেই বিষয়টি জানতেন না। সম্প্রতি সবাই জানলেন। অনেকে সাধুবাদ জানিয়েছেন কাজটি করার জন্য। তবে সেটা বড় কথা নয়। আমি মানুষের জন্য কিছু করছি। আমাকে দেখে অন্য সবাই যাদের সামর্থ্য রয়েছে তারাও এগিয়ে আসুক এমনটাই কামনা করি। আমাদের যাদের সামর্থ্য আছে চাইলে সেসব মানুষের পাশে এসে দাঁড়াতে পারি।
গেল বছর তো আপনার জন্য খারাপ একটি সময় গেছে। এ বছর পরিকল্পনা কি?
গত বছর আমার জীবনে কি ঘটেছে তা সবারই জানা। নতুন করে আর কিছু বলতেও চাই না। এক কথায় অতীতটা অতীতই রাখতে চাই। সেটা নিয়ে ভেবে সময় নষ্ট করতে চাই না। সামনের দিকে এগিয়ে যেতে চাই। নিজেকে অনেক ব্যস্ত রাখছি কাজের মধ্য দিয়ে। এ বছরকে ঘিরে কোনো বিশেষ পরিকল্পনা নেই। তবে ভালো ভালো কিছু কাজ করবো। মান বজায় রাখবো। এটাই পরিকল্পনা।