ঢাকা: ১২ জানুয়ারি সিঙ্গাপুরে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে করবেন ডাক ও টেলিযোগযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। ১২ জানুয়ারি তিনি ভোরে তিনি সিঙ্গাপুরে পৌঁছাবেন। ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে তিনি মাইক্রোসফট ও গুগল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবেন।
বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডাক ও টেলিযোগযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
তিনি বলেন, ‘সাইবার নিরাপত্তা নিয়ে বিশেষ করে অভিযোগ নিষ্পত্তির জন্য বাংলাদেশে একটি অ্যাডমিন প্যানেল স্থাপনসহ প্রয়োজনীয় আলোচনার জন্য ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবো। বাংলাদেশে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের অগ্রগতি নিয়ে এ সিঙ্গাপুরে এই বৈঠক অনুষ্ঠিত হবে। তাদের কথামত আমরা একটি ফোকাল পয়েন্ট ঠিক করে দিয়েছি। আমরা বিভিন্ন সময় অনেক অভিযোগও দিয়েছি; এসব অভিযোগের নিষ্পত্তি হয়েছে কি না বৈঠকে তা জানতে চাইব।’
তারানা হালিম আরো বলেন, ‘সাইবার নিরাপত্তায় বাংলাদেশে একটি অ্যাডমিন প্যানেল স্থাপন করার জোর প্রচেষ্টা চালিয়ে যাবো। বৃহস্পতিবার নিজেদের মধ্যে বৈঠক করে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার বিষয়বস্তু ঠিক করা হবে।’