ঢাকা : এক মাসের মাথায় আবারো কাঁচাপাট রপ্তানির অনুমতি দিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। তবে ৪১টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৭৭ হাজার বেল কাঁচাপাট রপ্তানির অনুমোদন দেয়া হয়েছে। রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়।
বার্তায় বলা হয়, মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩ নভেম্বরের আগে ইস্যু করা ২৫১টি এলসির (লেটার অব ক্রেডিট) বিপরীতে প্রতিষ্ঠানগুলো এ সুবিধা পাবে। রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে পাট অধিদপ্তর থেকে পাঠানো ৪১টি প্রতিষ্ঠানের অনুকূলে ২ লাখ ৭৭ হাজার বেল কাঁচাপাট রপ্তানির অনুমোদন দেয়া হলো।
এর আগে এর আগে গত ২ ডিসেম্বর পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ বাস্তবায়নের লক্ষ্যে পাট অধ্যাদেশ ১৯৬২-এর ৪ ও ১৩ ধারা মোতাবেক পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত সকল প্রকার কাঁচাপাট রপ্তানি বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়। তবে ভারতসহ বিভিন্ন দেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করে মন্ত্রণালয়।
পরে গত ১৫ ডিসেম্বর কাঁচাপাট বিশেষ চারটি প্রক্রিয়ায় প্রক্রিয়াজত করে বিদেশে রপ্তানি করা যাবে বলে প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়- স্বয়ংক্রিয় স্ক্যানিং, মেশিন কাট জুট (১০ থেকে ১২০ মিলিমিটার), জুট সিলভার ও জুট টো প্রক্রিয়ায় কাঁচাপাট রপ্তানি নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত বলে গণ্য হবে। তা যথানিয়মে রপ্তানি করা যাবে।