ঢাকা: জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে চলছে। সকাল সোয়া ৭টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানী ঢাকায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
রাজধানীর বিভিন্ন সড়কে বাস চলাচল করছে। রাস্তায় রিকশা, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের উপস্থিতিও বাড়ছে।
সকালে রাজধানীর মিরপুর-১, ১০ ও কল্যাণপুরসহ বিভিন্ন স্থান ঘুরে সড়কে যানবাহন চলাচল অন্য দিনের মতোই স্বাভাবিক দেখা যায়।
এছাড়া, হরতালের সমর্থনে রাজধানীতে কোথাও মিছিল অথবা পিকেটিংয়ের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরিদ উদ্দিন বাংলানিউজকে বলেন, হরতালকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতার খবর পাওয়া যায়নি।
এদিকে, হরতালে নাশকতা রোধে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানিয়েছে। বুধবার (৬ জানুয়ারি) রাতে রাজধানীর বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এর আগে, বুধবার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।
বুধবার সন্ধ্যায় হরতালের সমর্থনে দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। তবে, এ হরতাল প্রত্যাখ্যান করে বিভিন্ন স্থানে হরতাল বিরোধী মিছিল করেছে ছাত্রলীগ, গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন সংগঠন।