২ জিবি র‌্যামের সেলফি ফোন

তথ্যপ্রযুক্তি

2016_01_05_22_15_31_VJCPdlS9VVoRfyjSezRTEUAreEJ9Wi_original

 

 

 

 

 

ঢাকা: চীনের স্বনামধন্য প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো মোবাইল বাজারে নিয়ে আসলো উন্নত মানের সেলফি ক্যামেরা সহ ফোন। ফোনটির মডেল ভাইব এস ১ লাইট। সেলফি ক্যামেরার সাথে রাতে ছবি তোলা অথবা ভিডিও করার জন্য ফ্রন্ট এলইডি ফ্ল্যাশ রয়েছে।

৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লের ফোনটির রেজুলেশন ১০৮০x১৯২০ পিক্সেলের। ফোনটির পিক্সেল পার ডেনসিটি ৪৪১ পিপিআই। স্ক্রিন প্রটেকশনের জন্য কর্নিং গরিলা গ্লাস ৩ ব্যবহার করা হয়েছে।

মিডিয়াটেকের অক্টা কোর প্রসেসর ফোনটিকে করেছে গতিময়।  অ্যানড্রয়েড ললিপপ ভার্সনে ফোনটি পরিচালিত হবে। এতে ২ জিবি র‌্যামের সঙ্গে ১৬ জিবি বিল্ট ইন মেমোরি রয়েছে। অতিরিক্ত মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এর মেমোরি ১২৮ জিবি পর্যন্ত বৃদ্ধি করা যায়।

ভাইব এস ১ লাইট ফোনটিতে ১৩ মেগা পিক্সেলের রিয়ার এবং সেলফি প্রেমিদের জন্য ৮ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে স্বল্প আলোতেও নিখুঁত ছবি তোলা যায় এলইডি ফ্ল্যাশের সাহায্যে ফ্রন্ট ক্যামেরা দিয়ে।

ডুয়েল সিমের এই ফোনটির মূল্য ১৯৯ ডলার। ভ্যাট ও ট্যাক্স ছাড়া বাংলাদেশি টাকায় ১৫ হাজার ৫০০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *