ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ কেজি স্বর্ণের বারসহ জসিম উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে কাস্টমস হাউজ।
মঙ্গলবার(০৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কাস্টম হাউজ প্রিভেন্টিভ দলের সহকারী কমিশনার শাহেদুজ্জামান সরকার এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, চট্টগ্রাম থেকে রিজেন্ট এয়ার ওয়েজের ফ্লাইট (আরএক্স-০৭৮৭) যোগে সন্ধ্যা ৭টার দিকে জসিম উদ্দিন অভ্যন্তরীণ টার্মিনালে অবতরণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে প্রায় ছয় কেজি (৫.৮২ কেজি) ওজনের স্বর্ণের বার উদ্ধার করা হয়।
তিনি জানান, প্রতিটি বারের ওজন প্রায় ১১৬ গ্রাম। সোনার বারগুলো তার জুতার ভেতর এবং শরীরের বিভিন্ন স্থানে লুকানো ছিল। স্বর্ণের বারগুলোর দাম আনুমানিক তিন কোটি টাকা।