গ্রাম বাংলা ডেস্ক: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারাধীন বিষয়ে প্রতিবেদন ছাপানো অভিযোগে দৈনিক সংগ্রাম সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়ে নোটিশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আগামী ২০ আগস্ট সশরীরে ট্রাইব্যুনালে হাজির হয়ে এ বিষয়ে তাদের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ রোববার এ আদেশ দেন।
আদেশে বলা হয়, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। কিন্তু সম্প্রতি এ বিষয়ে দৈনিক সংগ্রাম পত্রিকায় দু’জন ব্যক্তির সাক্ষাৎকার ছাপা হয়েছে। সাক্ষাৎকারে ওই দুজন দাবি করেছেন, এ টি এম আজহার একাত্তরে রংপুরে কোনো অপরাধের সাথে জড়িত ছিলেন না।
ট্রাইব্যুনাল আদেশে বলেন, মামলা চলাকালে আসামির বিষয়ে কোনো ব্যক্তি এ ধরনের মন্তব্য করতে পারেন না। এ জন্য দৈনিক সংগ্রাম সম্পাদক আবুল আসাদ, পত্রিকাটির রংপুর প্রতিনিধি এবং ওই দুই সাক্ষাৎকার প্রদানকারীর বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তার ব্যাখ্যা দিতে হবে।