কর্মসূচি দেবেন না খালেদা

Slider রাজনীতি

2016_01_04_22_29_29_z695jRvF3yJTqLEPA92cR4EmUu8Pnf_original

 

 

 

 

 

ঢাকা : নয়াপল্টনে মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিতব্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এতে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশ সফল করতে সোমবার রাতে সিনিয়র নেতাদের নিয়ে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করেন বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া। সাড়ে ৯টায় শুরু হওয়া বৈঠক চলে প্রায় সাড়ে ১০টা পর্যন্ত।

বৈঠক শেষে আনুষ্ঠিকভাবে দলের পক্ষ থেকে কিছু বলা হয়নি। বৈঠকের সূত্রগুলো জানিয়েছে, সমাবেশ সফল করতে সবাইকে সক্রিয় এবং সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন চেয়ারপারসন। যার যেমন সামর্থ্য রয়েছে সর্বোচ্চ জনসমাগম ঘটানোর ওপর জোর দেয়া হচ্ছে। সমাবেশ থেকে বেগম খালেদা জিয়া কোনো কর্মসূচি ঘোষণা করবেন না।

সমাবেশের বিষয়ে বৈঠকে উপস্থিত থাকা দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহাবুবুর রহমান বাংলামেইলকে জানিয়েছেন, সমাবেশে বিপুল জনসমাগমের প্রস্তুতি নেয়া হয়েছে।

তিনি বলেন, ‘এটা সরকারের আচরণের ওপর নির্ভর করছে। সরকার যদি সমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলে এক ধরনের পরিস্থিতি আর যদি না করে তাহলে বিশাল জনসমাগম হবে।’

বৈঠকে অন্যদের মধ্যে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, জমির উদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ, আব্দুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য শামসুজ্জামান দুদু প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *