ঢাকা : আসন্ন ৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এবার অন্যান্য ইলেক্ট্রনিক যন্ত্রপাতির পাশাপাশি হাতঘড়িও নিষিদ্ধ করলো পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।
রোববার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে কমিশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৮ জানুয়ারি অনুষ্ঠেয় ৩৬তম প্রিলিমিনারি পরীক্ষায় বিজ্ঞাপনের শর্তানুযায়ী মোবাইল ফোন, সব ধরনের ইলেক্ট্রনিক যোগাযোগ যন্ত্র, ক্যালকুলেটর, বই-পুস্তক এবং ব্যাগসহ পরীক্ষার হলে প্রবেশ করা শাস্তিযোগ্য অপরাধ।
এছাড়া পরীক্ষার সময় হাতঘড়ি/পকেট ঘড়ি/ইলেক্ট্রনিক ঘড়ি ব্যবহার নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।
অবশ্য পরীক্ষার হলে সময় জানার জন্য প্রতি কক্ষে প্রয়োজনীয় সংখ্যক দেয়াল ঘড়ি দেয়া হবে বলে জানানো হয়েছে।