অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় সমাজকল্যান মন্ত্রণালয়াধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মোবাইল রিহেবিলিটেশন ভ্যানের ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা সমাজসেবা অফিসার সুশান্ত বালার সভাপতিত্বে চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ। আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান জসীম সরদার, গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় এসএমসি সভাপতি মো. গিয়াস মোল্লা, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. ফিরোজ আলম, ডা. তামান্না মেহের, প্রধান শিক্ষক মো. জহিরুল হক, থেরাপী সহকারী মো. সাইফুল ইসলাম, টেকনিশয়ান শফিকুল ইসলাম, আবুল কালাম, এনজিও কর্মকর্তা কাজল দাশগুপ্ত, সাংবাদিক ওয়াসিম ভূইয়া সেলিম। এছাড়াও পরবর্তীতে উপজেলার তিনটি স্থানে প্রতিবন্ধীদের ফ্রি চিকিৎসা সেবা ও থেরাপী প্রদান করা হবে।