গ্রাম বাংলা ডেস্ক: যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি-জামায়াতের অহিংস অন্দোলনের জবাব সরকার অহিংসভাবেই দেবে। কিন্তু আন্দোলন সহিংস হলে তার সমুচিত জবাব দিতে সরকার প্রস্তুত।
মন্ত্রী আজ নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে আওয়ামী লীগ কার্যালয়ে সর্বস্তরের জনগণ ও দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে এ কথা বলেন।
তিনি বলেন, সমসাময়িককালে যানজট ছাড়া ঘরমুখী মানুষ এবার নিরাপদে বাড়ী ফিরেছে। এটি একটি দৃষ্টান্ত। আর এ কাজটি সম্ভব হয়েছে সড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জেলা ও উপজেলা প্রশাসন , র্যাব ও পুলিশের একযোগে ‘টিমওয়ার্ক’ করার ফলে। খবর বাসসের
মন্ত্রী বলেন, ঈদে মানুষ যেমনি স্বস্তিতে বাড়ি ফিরেছে, ঠিক একইভাবে কর্মস্থলে যাতে ফিরতে পারে, সে লক্ষ্যে সড়ক বিভাগের লোকজন দিনরাত কাজ করে যাচ্ছে।
এসময় তিনি সড়ক দুর্ঘটনা ঠেকাতে বাস মালিক সমিতির নেতা-কর্মীদের সচেতন হওয়ার আহবান জানান।
দুর্বৃত্তদের হাতে ২৭ শে জুলাই নিহত জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি ইউছুফ আলী সেলিমের পরিবারকে মন্ত্রী দেখতে যান। মন্ত্রী নিহতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং খুনিদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনতে আইন-শৃংখলা বাহিনীকে নির্দেশ দেন।