বর্ষসেরা একাদশে সাকিব-মুস্তাফিজ

খেলা

1451711749

 

 

 

 

২০১৫ সালের ওয়ানডের বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ ক্রিকেট ভালো খেলে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। বছরটা চিরস্মরণীয় হয়ে থাকছে ক্রিকেটারদের কাছে। ওয়ানডে ক্রিকেটে সাফল্য ছিল রীতিমত ঈর্ষনীয়। আর বছর শেষে মিলছে একের পর এক স্বীকৃতি।

এশিয়ার মধ্য থেকে আরো জায়গা করে নিয়েছেন শ্রীলঙ্কার বিদায়ী তারকা কুমার সাঙ্গাকারা। কিন্তু ভারত-পাকিস্তানের কারো জায়গা মেলেনি। জায়গা মেলেনি ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কোন ক্রিকেটারেরও।

অলরাউন্ডার সাকিবকে ক্রিকইনফোর সেরা একাদশে রাখার যুক্তিতে বলা হয়েছে, ভারতের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে তার দারুণ দুইটি ম্যাচ জেতানো অর্ধশতকের কার্যকারিতার কথা। আর মুস্তাফিজকে নিয়ে বলা হয়েছে, সে বাংলাদেশ ক্রিকেটের নতুন অস্ত্র। তার বোলিংয়ে মূলত ২০১৫ সালে বিশ্বের বড় বড় দলের বিপক্ষে টাইগারদের সিরিজ জেতাতে অবদান রেখেছে।

ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশের অন্যদের মধ্যে গত বিশ্বকাপের রানার্সআপ নিউজিল্যান্ডের ৪ জন, দক্ষিণ আফ্রিকার ২ জন ও অস্ট্রেলিয়ার ২ জন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন।

টেস্ট একাদশে অস্ট্রেলিয়ার ও ইংল্যান্ডের ৩ জন করে, শ্রীলঙ্কার ২ জন, নিউজিল্যান্ড-ভারত ও পাকিস্তানের ১ জন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *