আন্দোলনে বাধা দেয়া হলে জবাব জনগণই দেবে

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

58048_mirja
গ্রাম বাংলা ডেস্ক: সব নেতাকর্মী জেলে গেলেও ২০ দলের আন্দোলন থামবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক মির্জা আব্বাস। বুধবার দুপুরে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা তার শাহজাহানপুরের বাসায় ঈদ শুভেচ্ছা জানাতে গেলে উপস্থিত সাংবাদিকদের একথা বলেন তিনি।
তিনি আরো বলেন, অনেক কথাই বলা হবে। আন্দোলনে বাধা দেয়ার কথা বলা হবে, নেতাকর্মীদের জেলে ভরা হবে। কিন্তু সব নেতাকর্মী জেলে গেলেও আন্দোলন থেমে থাকবে না। সরকার যদি আন্দোলনে বাধা দেয় তাহলে জবাব জনগণই দেবে। আর সেই জবাব তারা কীভাবে দেবে তা আমরা জানি না।
এই আন্দোলনে সরকার ‘সমর্থন’ ও ‘সম্মান’ দেখাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
মির্জা আব্বাস আরো বলেন, সরকার আগে যে ভুল করেছে, তা এবার করবে না। গণতান্ত্রিক আন্দোলনে সরকার সম্মান দেখাবে। দেশের ৯৫ ভাগ মানুষ যাদের পাশে রয়েছে, আশা করি সরকার তাদের প্রতি সমর্থন জানাবে।
তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যোগদানের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *