বন্দরে ১৮টি কনটেইনার জব্দ

Slider জাতীয়

 

2015_12_31_18_26_28_KrUMixdqtYb2WpRj12vrdmGHCG2tTo_original

 

 

 

 

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দর দিয়ে মিথ্যা ঘোষণা আনা ১৮ কন্টেইনারের একটি চালান জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফর।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বন্দরে চালানটি জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর চট্টগ্রামের উপ পরিচালক জাকির হোসেন  বিয়ষটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পোলট্রি খাদ্য ঘোষণা দিয়ে চুনা পাথর ও ক্যালশিয়াম কার্বনেট পাওডার নিয়ে আসে কুয়ালিটি ব্রাদার্স নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান। চালানটি খালাস নিতে গত সোমবার(২৮ ডিসেম্বর) আমদানিকারকের পক্ষে সিএন্ডএফ প্রতিষ্ঠান স্বাধীন এন্টারপ্রাইজ বিল অব এন্ট্রি দাখিল করে। চালানটির খালাস কার্যক্রম স্থগিত করে চালানের নমুনা ল্যাব টেস্টে পাঠানো হয়। সেখানে মিথ্যা ঘোষণায় পণ্য নিয়ে আসার বিষয়টি প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার ১৮ কনটেইনারে থাকা চালানটি জব্দ করা হয়।

এরমাধ্যমে প্রতিষ্ঠানটি ৫০৪ টন পণ্য আমদানি করে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করেছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *