ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলার নাঙ্গুলী পৌরসভার একটি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে ব্যালট ভর্তি বাক্স বাড়ানোর অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ওই এলাকা দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হন। বুধবার ভোটগ্রহণ শেষে পৌরসভার ২নং ওয়ার্ড এর নাঙ্গুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। নির্বাচনের শুরু থেকে ওই কেন্দ্রে ৬টি ব্যলটা বক্স ছিলো বলে দাবি করেছেন কাউন্সিলর প্রার্থী মাহফুজ তালুকদারের এজেন্ট। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হলে তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী লুৎফর রহমান প্রিন্সের সমর্থকরা আরেকটি ব্যালট ভর্তি বাক্স নিয়ে আসে। এনিয়ে উভয় প্রার্থীর সমর্থকরা বিবাদে জড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয়ের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে আহত হন বেশ কয়েকজন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। তবে এলাকায় এখনও থম থমে পরিস্থিতি বিরাজ করছে।