ঢাকা: পৌর নির্বাচনে দায়িত্বে অবহেলার জন্য দায়িত্বপ্রাপ্ত ৫ পুলিশ কর্মকর্তাকে বখাস্ত করেছে নির্বাচন কমিশন।
চট্টগ্রামের চন্দানাইশ স্থগিতকৃত তিন ভোট কেন্দ্রের তিন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এবং মাদারিপুরের কালকিনিতে স্থগিত কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত দুই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্র নিশ্চিত করেছে।
মাদারাদিপুর কালকিনি পৌরসভার ৬ ওয়ার্ডে কাস্টারঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র ও দক্ষিণ জনারদ্বন্দী ভোটকেন্দ্রে দায়িত্বে অবহেলার জন্য ওই দুই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
সূত্র জানায়, গত রাত ১০টার সময় সচিবের কাছে পাঠানো এক চিঠিতে মাদারিপুর জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান দক্ষিণ জনারদ্বন্দী ভোট কেন্দ্রে নৌকা প্রতীকে ৫ ব্যালটে পেপারে সিল মারা পাওয়া যায়। এছাড়া কাস্টারঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মেয়র ও সংরিক্ষত ১৪শ’ ৩৬ ব্যালটের মধ্যে ৮০১টি ব্যলোটের সন্ধান দিতে পারেনি। এ কারণে ওই কেন্দ্রে দুটোতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।
চট্টগ্রামেও একই কারণে তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।