পৌর নির্বাচনে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল । তিনি বলেন, নির্বাচন কমিশন যেভাবে চাইবে সেভাবেই কাজ করবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী।
আজ মঙ্গলবার সচিবালয়ে আসন্ন বিশ্ব ইজতেমায় আইনশৃঙ্খলা রক্ষা, সার্বিক নিরাপত্তা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে অনুষ্ঠিত সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পৌরসভা নির্বাচনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশের কিছু নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের অধীনে রয়েছে। নির্বাচন কমিশনের যখন-যেখানে-যেভাবে তাদের প্রয়োজন হবে তারা কাজে লাগাবে।
বুধবার সারাদেশের ২৩৪টি পৌরসভায় একযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে প্রথমবারের মতো দলীয়ভিত্তিতে (মেয়র পদ) অংশ নিচ্ছেন প্রার্থীরা। এ নির্বাচন নিয়ে বিএনপি এবং আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যেও তোড়জোড় চলছে।
এছাড়া, আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।
আলোচনা সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক ছাড়াও পুলিশ প্রধান, বিভাগীয় কমিশনার, স্থানীয় সংসদ সদস্য এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।