সাকিবের শাস্তি কমাতে মেঘের অনুরোধ

Slider খেলা গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাদেশ সারাবিশ্ব

10387503_703798753020374_6029064736552447729_n
গ্রাম বাংলা ডেস্ক:  ঈদের দিনের বেশ বড় খবর, প্রয়াত সাংবাদিক দম্পতি সাগর-রুনির সন্তান মাহির সারোয়ার মেঘ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বিসিবি সভাপতি নাজমুল হাসানকে সে সরাসরি বলেছে, ‘আপনি তো বিসিবি, আপনি কেন এখনো সাকিবকে মাফ করে দিচ্ছেন না? ওর শাস্তি কমিয়ে দিন।’
খবরটি প্রথমে জানান মেঘের মামা নওশের রোমান। নিজের ফেসবুক স্ট্যাটাসে রোমান লিখেছেন,
‘আমি আমার বাচ্চার স্মার্টনেস দেখে, সেইসঙ্গে সাকিব আল হাসানের প্রতি তার ভালোবাসা এবং দায়বদ্ধতা দেখে মুগ্ধ। সে আজকে সাকিব আল হাসানের জন্য বিসিবি প্রেসিডেন্টের কাছে জোর আবেদন করেছে। আমার মাত্র আট বছর বয়সি সাঙ্কা পাখিটা তার স্ট্যান্ড বোঝে, কোথায় কি অ্যাপ্রোচ করতে হয় সেটাও বোঝে মাশাল্লাহ।’
রোমান জানান, ‘ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ৩য় জন্মদিনের অনুষ্ঠানে মেঘ বোর্ড প্রেসিডেন্টকে জিজ্ঞেস করে আপনিতো বিসিবি… পাপন ভাই বলে হ্যাঁ… তখন মেঘ আমাদের সবাইকে অবাক করে বলে ওঠে, ‘আচ্ছা, আপনি কেন এখনো সাকিবকে মাফ করে দিচ্ছেন না? আমার রিকোয়েস্ট, ওর শাস্তি কমায় দেন। তখন বোর্ড প্রেসিডেন্ট তাকে বলে (মেঘ-এর কাছ থেকে হঠাৎ এই কথা শুনে উনি কিছুটা অবাক হয়ে যান) তুমি বলছ!! ঠিক আছে তুমি যখন বলছ আমি ওর শাস্তি তুলে নেবো। মেঘ আরো বলে, অনেক তো শাস্তি হইসে, ও তো (সাকিব) অনেক ভালো, ওর শাস্তি মাফ করে দেন ও যেন খেলতে পারে। ও আমার সাথে দেখা করসে, ও আমার মা-বাবার এক্সিবিশনে আসছে। তখন পাপন ভাই বলেন, তুমি বলেছ, এখন তো আর শাস্তি রাখার প্রশ্নই আসে না, আমি ওর শাস্তি তুলে নেবো আর তুমি ওকে বলবে ও যেন তোমার সাথে সবসময় দেখা করে।
মেঘ ওনার কাছ থেকে বিদায় নেয়ার আগে বলে, ‘আপনি আমাকে বলেছেন আপনি সাকিবকে মাফ করে দিবেন… আমি কিন্তু পরে সাকিবকে ফোন দিয়ে জিজ্ঞেস করবো মাফ করেছেন কিনা।’
জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাঁকে আন্তর্জাতিক ক্রিকেটে তাড়াতাড়ি ফিরিয়ে আনার জন্য ছোট্ট শিশু মেঘের এই আকুতি সবার মন ছুঁয়েছে।
মঙ্গলবার সাগর-রুনি হত্যার ৯০০ তম দিবস। এই হত্যাকাণ্ড প্রসঙ্গে সামহয়্যারইন ব্লগের প্রথম পাতায় থাকা কাউন্টার সহ একটি ব্যানারে তথ্যটি শোভা পাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *