ঢাকা : মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে মন্তব্য করায় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসা ঘেরাওয়ের চেষ্টা করেছে ছাত্রলীগ ও নির্মূল কমিটিসহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা
মঙ্গলবার সকাল ১১টার দিকে গুলশান-২ গোলচত্বরে জড়ো হন ঘাতক-দালাল নির্মুল কমিটি, আমরা গর্বিত বাঙালি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় তারা বিক্ষোভ নিয়ে খালেদা জিয়ার বাড়ি অভিমুখে রওনা হন। পরে পুলিশ গোলচত্বরেই তাদের আটকে দেয়। সেখানে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। মুক্তিযুদ্ধের অবমাননার অভিযোগে খালেদা জিয়াকে রাষ্ট্রদ্রোহিতার মামলার বিচারের দাবি জানান বিক্ষোভকারীরা। উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এক ফেসবুক স্ট্যাটাসে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে মন্তব্য করায় খালেদা জিয়ার বাড়ির সামনে বিক্ষোভ করার আহ্বান জানান।