ঢাকা: ৩০ ডিসেম্বরের পৌরসভা নির্বাচনে ফলাফল পক্ষে নিতে আওয়ামী লীগ সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির প্রার্থী ও নেতাকর্মীদের হয়রা, হত্যা, গ্রেফতার, গাড়িতে অগ্নিসংযোগ, কাফনের কাপড় পাঠানো, বাড়িতে বাড়িতে হামলা সবকিছুই করছে তারা।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
নির্বাচন কমিশনের ভূমিকাকে কুকীর্তির সঙ্গে তুলনা করে রিজভী বলেন, এই নির্বাচন কমিশন বিএনপির অভিযোগকে গতানুগতিক বলেছে। অথচ এ নির্বাচন কমিশন আয়োজিত প্রকত্যেকটি নির্বাচনে ভোট কারচুপি, ভোটের বাক্স ছিনতাই, বিএনপির প্রার্থী ও নেতাকর্মীদের ওপর হামলা ও গ্রেফতারের ঘটনা ঘটেছে। পৌর নির্বাচনেই একই অবস্থা হচ্ছে। তাই বিএনপির গতানুগতিক অভিযোগ করতে হচ্ছে।