গ্রাম বাংলা ডেস্ক: পবিত্র ঈদ উল ফিতরের আমেজ বুধবারও অব্যাহত রয়েছে। মঙ্গলবার ঈদের জামাতের মধ্য দিয়ে সারা দেশে যে আনন্দের উৎসব শুরু হয়েছে, দ্বিতীয় দিনেও তা দেখা যাচ্ছে।
সকাল থেকেই নানা আয়োজনে পালন করা হচ্ছে উৎসব। কেউ কেউ বেড়াতে যাচ্ছেন, কেউ বা প্রিয়জনদের জন্য বিশেষ কিছুর আয়োজন করেছেন তার বাড়িতেই। ফলে প্রায় প্রতিটি মানুষের মনেই রয়েছে আনন্দের ছোঁয়া।
রাজধানীসহ দেশের বিনোদনকেন্দ্রগুলোতে ব্যাপক ভিড় দেখা যাচ্ছে। কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, দিনাজপুরসহ দূর দূরান্তের সুপরিচিত পর্যটন স্পটগুলোতে গেছেন অনেকেই। যাদের ওই সাধ্য নেই, তারা আশপাশের পার্ক, বিনোদনকেন্দ্রগুলোতে সময় কাটিয়েছেন বা কাটাচ্ছেন।
এ কারণেই রাজধানীর শিশুপার্ক, চিড়িয়াখানাগুলোতে প্রচ- ভিড় লক্ষ করা যাচ্ছে
ঈদ উপলক্ষে অবশ্য সরকারি ছুটির শেষ আজই। বৃহস্পতিবার অফিস খুলছে। সংবাদপত্র অফিসও খুলবে বৃহস্পতিবার। অবশ্য পাঠকেরা পত্রিকা হাতে পাবেন শুক্রবার।