গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক সাইদুল ইসলাম (২৫) নিহত হয়েছেন।
সোমবার (২৮ ডিসেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদুল জামালপুরের সদর উপজেলার খামারপাড়া এলাকার শাহ্ আলমের ছেলে।
এ ঘটনায় আবদুল মান্নান (৩২) ও মোজাম্মেল হক (৫৬) নামে দুইজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবীর জানান, ভোরে কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ও জামালপুরগামী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক সাইদুল ইসলাম নিহত হন।
এ সময় পিকআপে থাকা আবদুল মান্নান ও মোজাম্মেল হক আহত হন। তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে গোড়াই হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।