ঢাকা: যুক্তরাষ্ট্রে টর্নেডো ও ভারী বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে গিয়ে দাঁড়িয়েছে।
রোববার (২৭ ডিসেম্বর) নতুন করে টর্নেডো আঘাত হানে টেক্সাসে। এর আগে শনিবার (২৬ ডিসেম্বর) প্রথম দফায় টর্নেডোয় লন্ডভন্ড হয় এ অঙ্গরাজ্য। এসব ঝড়ে টেক্সাসে নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে গিয়ে দাঁড়িয়েছে।
টেক্সাস গভর্নর গ্রেগ অ্যাবট ডালাসসহ চারটি এলাকা ‘দুর্যোগ এলাকা’ ঘোষণা করেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি শঙ্কা প্রকাশ করেছেন।
এছাড়া ভারী বৃষ্টির ফলে মিসৌরি ও ইলিনয়েস অঙ্গরাজ্যে মৃত্যু হয়েছে আরও ১২ জনের। টর্নেডো ও ভারী বৃষ্টিতে রোববার স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্রের ২৫ হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই সঙ্গে শুধুমাত্র ডালাসেই বিধ্বস্ত হয়েছে ছয় শতাধিক বাড়িঘর।