নেতানিয়াহুর হুঙ্কার : হামলা চলবে॥ পার্কে আক্রমণে ৭ শিশু নিহত

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাবিশ্ব

57990_Palestini
গ্রাম বাংলা ডেস্ক: ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় হামলা অব্যাহত থাকবে বলে হুঙ্কার দিয়েছেন। ফলে শান্তির সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছে। ইসরাইলি বিমান হামলায় ঈদের দিন খেলায় মগ্ন সাত শিশু নিহত হয়েছে। ইসরাইল হামাস নেতা ইসমাইল হানিয়ার বাড়িতে দুই দফা হামলা চালিয়েছে।
নেতানিয়াহু বলেছেন, গাজায় ‘দীর্ঘস্থায়ী’ সামরিক হামলা অব্যাহত থাকবে। তিনি বলেন, হামাসের সুড়ঙ্গগুলো ধ্বংস করার লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত তাদের হামলা চলবেই।
জাতিসঙ্ঘ যুদ্ধবিরতির আহ্বান জানানোর পর তিনি এই হুঙ্কার দিলেন। সোমবার মধ্যরাতের পর থেকেই ভয়াবহ আকার ধারণ করেছে ইসরাইলি আক্রমণ।
৮ জুলাই থেকে চলমান ইসরাইলি হামলায় গাজায় এ পর্যন্ত অন্তত ১০৭০ জন নিহত হয়েছে। এদের বেশির ভাগই বেসামরিক নাগরিক। আর ইসরাইল জানিয়েছে, তাদের ৪৮ জন নিহত হয়েছে।
গাজার একটি উদ্বাস্তু শিবিরের ভেতরে অবস্থিত পার্ক কাম খেলার মাঠে ইসরাইল হামলা চালালে সাত শিশু নিহত হয়। এছাড়া একটি হাসপাতাল কম্পাউন্ডেও হামলা চালানো হয়। ওই সময় শিশুরা সেখানে খেলছিল। তারা সবাই আল-হেলু পরিবারের সদস্য বলে জানা গেছে। তাদের বাড়ি আগেই ইসরাইলি হামলায় বিধ্বস্ত হয়েছিল।
গাজার সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার বাড়িতে মঙ্গলবার সকালে দুই দফা হামলা চালিয়েছে ইসরাইলি জঙ্গি বিমান। হামলার সময় বাড়িটি খালি ছিল বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
হামাস জানিয়েছে, তাদের টিভি স্টেশন, আল-আকসা টিভিও হামলার শিকার হয়েছে।
এদিকে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজা থেকে তিনটি রকেট ছোঁড়া হয়েছে। এগুলোর একটি সফলভাবে ভূপাতিত করা হয়েছে। অপর দুটি মধ্য ইসরাইলের ফাঁকা স্থানে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *