ভোট চেয়ে খালেদার টেলিভিশন বিজ্ঞাপন নিয়ে সংশয়!

Slider রাজনীতি

 

2015_07_06_05_51_41_Le7vy3RwkWrooAduTYAZT63MWIflT9_original

 

 

 

 

ঢাকা : ঢাকার দুই সিটি নির্বাচনে প্রচারণায় নেমে কয়েক দফা হামলার শিকার হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাই প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাওয়া পৌর নির্বাচনে রাজপথে নেমে প্রচারণার সুযোগ থাকলেও সেদিকে যাচ্ছেন না তিনি।

তবে রাজপথে না নামলেও টেলিভিশনে ধানের শীষের পক্ষে দলীয় প্রধান ভিডিও প্রচারণা চালাবেন এমন প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে দলটি। ইতিমধ্যে চেয়ারপারসনের সেই বক্তব্য রেকর্ডও করা হয়েছে বলে জানা গেছে।

তার আগেই অবশ্য দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে ও দুঃশাসন থেকে মুক্তি পেতে আসন্ন পৌর নির্বাচনে ধানের শীষে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে মাঠপর্যায়ে বার্তা পাঠিয়েছেন বেগম জিয়া। এছাড়া ২৩৪ পৌরসভার জন্য ৫০ হাজার চিঠি লিফলেট আকারে বিলি করা হবে। ওই চিঠিতে জিয়া পরিবারসহ দলের সিনিয়র নেতাদের বিরুদ্ধে নানা হয়রানিমূলক মামলা ও নির্যাতন, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, গণতন্ত্র অনুপস্থিত, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে বলে বিএনপি সূত্রে জানা গেছে।

পৌর নির্বাচন সংক্রান্ত বিএনপির কেন্দ্রীয় মিডিয়া সেলের আহ্বায়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য শামসুজ্জামান দুদু  বলেন, ‘৩০-৩২ সেকেন্ডের একটা স্লট তৈরি হয়েছে। দলের সিদ্ধান্ত চূড়ান্ত হলে তা টেলিভিশনে প্রচার হবে। রোববার নাগাদ নিশ্চিত হওয়া যাবে ভিডিওটা কবে থেকে প্রচার হবে।’

অন্য সূত্র অবশ্য বলছে, বেসরকারি কয়েকটা টেলিভিশন চ্যানেলে আগামী ২৮ ডিসেম্বর থেকে বিএনপি চেয়ারপারসনের এ ভিডিও বার্তাটি বিজ্ঞাপন আকারে প্রচার হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক দলের একজন সহ-দপ্তর সম্পাদক যদিও  বলেছেন, ‘টেলিভিশনের প্রচারের জন্য ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ৩২ সেকেন্ডের একটা ভিডিও তৈরি হয়েছে। কিন্তু তা প্রচার নিয়ে জটিলতা তৈরি হয়েছে। শেষ পর্যন্ত ভিওটি প্রচার হওয়ার সম্ভাবনাও খুব কম। কারণ ২৮ ডিসেম্বর দিবাগত মধ্যরাতে প্রার্থীদের সব ধরনের প্রচারণা বন্ধ হয়ে যাবে। এরপর প্রার্থীর পক্ষে আর কোনো প্রচারণা চালানো যাবে না।’

এ বিষযে ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব সামসুল আলম  বলেন, ‘মাঠপর্যায়ে নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত যেসব কার্যক্রম করতে হবে তার বিস্তারিত নির্দেশনাসহ ১২টি পরিপত্র দেয়া শেষ হয়েছে। এখন রিটার্নিং অফিসারদের নিরাপত্তা নিশ্চিত করে ভোটের আয়োজন শেষ করবে। সোমবার রাত ১২টা থেকে কোনো প্রচারণা থাকবে না। প্রচারের শেষ সময়ে বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতেও নির্দেশ দেয়া হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *