আহমদিয়া মসজিদে বিস্ফোরণ : আটক-৩

Slider জাতীয়

 

1451047408

 

 

 

 

রাজশাহীর বাগমারায় একটি মসজিদে বোমা বিস্ফোরণে অজ্ঞাত এক যুবক মারা গেছে। আহত হয়েছেন ১৫ মুসল্লি। জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের ইমামসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে জুমার নামাযের পর শুভডাঙ্গা ইউনিয়নের সৈয়দপুর চকপাড়া আহমদিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, দুপুর দেড়টার দিকে আহমদিয়া জামে মসজিদে জুমার নামায শুরু হয়। প্রথম রাকাত নামায শেষ হওয়ার পরই মুসল্লি বেশে মসজিদে ঢুকে নিজের সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটায় এক যুবক। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি । আহত হন কয়েকজন মুসল্লি। আহতদের মধ্যে ৩ জনের পরিচয় জানা গেছে । তারা হলেন, মঈজউদ্দিন তালুকদার, মেহের আলী ও ১২ বছরের নয়ন।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তবে কারা এই হামলা করেছে তা নিশ্চিত করে নি পুলিশ।

এক সময় রাজশাহীর বাগমারা ছিল জেএমবির ঘাটি। ২০০৩-০৪ সালে এখানে বাংলা ভাইয়ের নেতৃত্বে হত্যা, লুটপাট ও চাঁদাবাজি চালায় জেএমবির জঙ্গিরা। বাংলা ভাইয়ের মৃত্যদণ্ড কার্যকর হওয়ার পর জেএমবির প্রকাশ্য কার্যক্রম অনেকটাই স্তিমিত হয়ে পড়ে।

এর আগে ২৬ নভেম্বর বগুড়ার শিয়া মসজিদে ও ১৮ ডিসেম্বর চট্টগ্রামে নৌবাহিনীর মসজিদে বোমা হামলার ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *