ঢাকা : জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ঢাকায় পাকিস্তানি দূতাবাসের কর্মকর্তা ফারিনা আরশাদকে দেশে ফেরত পাঠানোর হয়েছে। বুধবার দুপুরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করেন বলে জানা গেছে।
উল্লেখ্য, জঙ্গি অর্থায়নে জড়িত সন্দেহে গত জানুয়ারিতে পাকিস্তান দূতাবাসের মাযহার খান নামের এক কর্মকর্তাকে বহিষ্কার করা হয়।
সম্প্রতি গ্রেপ্তার এক জেএমবি সদস্যের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পাকিস্তানের দূতাবাস কর্মকর্তা ফারিনা আরশাদের জঙ্গি সংশ্লিষ্টতার কথা জানায় পুলিশ।
এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন মন্ত্রী ও রাজনীতিকের পক্ষ থেকে পাকিস্তান দূতাবাসের জঙ্গি মদদ দেয়ার অভিযোগ প্রকাশ্যে আসে।