মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে ‘বিভ্রান্তিকর’ মন্তব্য করায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে খালেদা জিয়াকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
বুধবার দুপুরে রেজিস্ট্রি ডাকযোগে লিগ্যাল নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী। ।
নোটিশে বলা হয়েছে, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছে, তা প্রত্যাহার করে জাতির কাছে তাকে ক্ষমা চাইতে হবে।
মোমতাজ উদ্দিন আহমদ রাইজিংবিডিকে জানান, নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব না পেলে প্রচলিত আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
উল্লেখ্য,গত সোমবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত সমাবেশে খালেদা জিয়া বলেন, ‘আজকে বলা হয়, এত লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানারকম তথ্য আছে।’