সিরিয়ায় রুশ বিমান হামলায় কমপক্ষে ২০০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও অধিকারকর্মীদের মাধ্যমে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ দাবি করেছে।
আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ খবর প্রকাশ করে।অ্যামনেস্টির দাবি, গত ৩০ সেপ্টেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত সিরিয়ার পাঁচটি এলাকায় রাশিয়ার চালানো ২৫ টির বেশি হামলা পর্যালোচনা করা হয়েছে। এসব ঘটনায় আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধা দেখাতে রাশিয়া গুরুতরভাবে ব্যর্থ হয়েছে।
এদিকে সিরিয়ায় চলমান অভিযানে বেসামরিক লোকজন নিহত হওয়ার অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছে মস্কো। রাশিয়ার দাবি, সিরিয়ায় আইএস ও অন্য জঙ্গিগোষ্ঠীগুলো রুশ হামলার লক্ষ্যবস্তু।সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) জিহাদিদের দমনে গত ৩০ সেপ্টেম্বর থেকে দেশটিতে রুশ বিমান হামলা শুরু হয়।