নারীর মর্যাদা প্রতিষ্ঠা ও দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য সংবাদকর্মীদের নিয়ে গোলটেবিল বৈঠক

Slider নারী ও শিশু

Photo-_Barisal.__22-12-15[1]

 

 

 

অপূর্ব লাল সরকার, বরিশাল থেকে ফিরে :
অধিকার ও সমতার ভিত্তিতে নারীর মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজের সবশ্রেণীর মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য ‘মর্যাদায গড়ি সমতা’ শীর্ষক প্রচারাভিযান সারাদেশে চলমান রয়েছে। কর্মসূচির অংশ হিসাবে ২২ ডিসেম্বর, মঙ্গলবার, বেলা ১২টায় বরিশাল রিপোটার্স ইউনিটি কার্যালয়ে আভাস চাইল্ড প্রকল্পের আয়োজনে স্থানীয় সংবাদকর্মীদের নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন বরিশাল রিপোটার্স ইউনিটির সম্পাদক কামরুল আহসান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিপ্লবী বাংলাদেশ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নুর আলম ফরিদ। উপস্থিত ছিলেন বরিশালের অন্যান্য সংবাদকর্মীবৃন্দ। স্বাগত বক্তব্য প্রদান করেন আভাস’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর এসএম সিরাজুল ইসলাম। সভার উদ্দেশ্য নিয়ে আলোচানা ও ডকুমেন্টারী উপস্থাপন করেন আভাস চাইল্ড প্রকল্পের ব্যবস্থাপক সঞ্জয় বিশ্বাস। সঞ্চালনা করেন আভাস চাইল্ড প্রকল্পের মনিটরিং এ্যান্ড ডকুমেন্টেশন অফিসার রাফিয়া আক্তার। সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ তাদের আলোচনায় সমাজের সর্বস্তরের নারী-পুরুষের অসমতার ক্ষেত্রগুলো তুলে ধরেন। প্রচারাভিযানের সাথে একাত্বতা ঘোষণা করে সমাজের সব অসমতা দূর করতে তারা নিজ পরিবার থেকে কার্যক্রম শুরু করবেন এবং লেখনীর মাধ্যমে নারী-পুরুষের সমান মর্যাদা প্রতিষ্ঠার জন্য সমাজের সর্বস্তরে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *