রাতুল মন্ডল, শ্রীপুর গাজীপুর প্রতিনিধি:
শ্রীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আনিছুর রহমানের (নৌকা) প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন করা হয়েছে। হলফনামায় মামলা সংক্রন্ত তথ্য গোপনের অভিযোগে এ আবেদন করেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (জগ) আহসান উল্লাহ।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রিটার্নিং অফিসারের কাছে লিখিতভাবে এ আবেদন জানান তিনি।
আবেদনের ভিত্তিতে জানা গেছে, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. আনিছুর রহমান তার হলফনামায় মামলার ধারা ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ দণ্ডবিধি উল্লেখ করেছেন। কিন্তু অভিযোগপত্রের ধারাগুলো ৪০৯, ১০৯ দন্ডবিধিসহ দুর্নীতি প্রতিরোধ ২ নং আইনের ৫ (২) ধারা।
রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান সাংবাদিকদের জানান, আওয়ামী লীগের প্রার্থী আনিছুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) আদালতে দুটি মামলায় অভিযোগপত্র দিয়েছেন। এ ছাড়া মামলার ধারাগুলো ভুল উল্লেখ করেছেন। মেয়র পদের স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী আহসান উল্লাহ এমন অভিযোগের ভিত্তিতে ওই প্রার্থীর (আনিছুর রহমান) প্রার্থিতা বাতিল চেয়েছেন।
অভিযোগটি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে বলে জানান তিনি।
এ ব্যাপারে অভিযুক্ত মেয়র প্রার্থী আনিছুর রহমান সাংবাদিকদের জানান, সকল নিয়ম কানুন মেনেই হলফনামা পূরণ করা হয়েছে। নির্বাচন কমিশন যাচাই বাছাই করেই আমার প্রার্থিতা অনুমোদন দিয়েছেন। কেউ ব্যক্তিগত স্বার্থ হাসিলের অপচেষ্টা করছে।
২২-১২-২০১৫