ঢাকা: সিরিয়ায় পূর্বাঞ্চলের একটি স্কুল ডিস্ট্রিক্টে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের বোমা হামলায় ৯ ছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও ২০জন।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) দেশপির পূর্বাঞ্চলে এ হামলা চালানো হয়।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, দেশটির দেইর আল জর সিটির ওই স্কুলে চালানো হামলায় নিহতদের মধ্যে সবাই ছাত্রী।
বোমা হামলায় অনেকে আহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়াভিত্তিক একটি হিউম্যান রাইটস মনিটরিং গ্রুপ।
গ্রুপটি বলছে, নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে।
সিরিয়ায় স্কুলগুলো ঘনঘন আইএস হামলায় লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। গত সপ্তাহেও তীব্র বিমান ও ক্ষেপনাস্ত্র হামলায় স্কুল ডিস্ট্রিক্ট ও দামেস্কের শহরতলীর অন্যান্য এলাকায় বহু প্রাণহানির ঘটনা ঘটে।
একই দিন দামেস্কের আবাসিক এলাকায় হামলায় তিনজন এবং কমপক্ষে ৩০জন আহত হন, যাদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী।