সেনা মোতায়েনের মতো ‘খারাপ আলামত’ নেই

Slider জাতীয়

index

 

 

 

 

ঢাকা: আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় পৌর নির্বাচনে বিএনপির সেনা মোতায়েনের দাবির পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, সেনা মোতায়েনের মতো কোনো পরিস্থিতি হয়নি। আমরা বিভিন্ন জায়গা থেকে যে তথ্য পেয়েছি, তাতে এমন কোনা খারাপ আলামত নেই, এমন পরিস্থিতি নেই যে সেনা মোতায়েন করতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কার্যালয় থেকে বের হওয়ার পথে অপেক্ষমান সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।

এরআগে বিকেলে সিইসির সঙ্গে দেখা করে নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়ে আসে বিএনপির একটি প্রতিনিধি দল। প্রায় ঘণ্টাখানেক সিইসির সঙ্গে কথা বলে বেরিয়ে এসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান সাংবাদিকদেরে বলেন, পৌর নির্বাচন ঘিরে সহিংসতা বৃদ্ধি পাওয়ায় সেনা মোতায়েনের দাবি জানানো হয়েছে। মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে যেতে পারেন সেজন্যই সেনা মোতায়েনের দাবি জানানো হয়েছে।

তিনি বলেন, গত দুই সপ্তাহে পৌরসভাগুলোতে ব্যাপক সহিংসতা হয়েছে। এজন্য সিইসির কাছে সেনা মোতায়েনের অনুরোধ করা হয়েছে।

বিএনপি আজ এ দাবি জানালেও সিইসি অবশ্য আগেও বলেছিল, সারাদেশের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে তাই সেনা মোতায়েনের দরকার নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *