চৌদ্দগ্রামে আ’লীগের দু’পক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

Slider জাতীয়

 

2015_08_22_15_55_55_LifUNipuy60icBxOd1MkUfvKAoHVJO_original

 

 

 

 

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে  আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও বর্তমান মেয়র মিজানুর রহমান মিজান ও বিদ্রোহী প্রার্থী ইমাম হোসেন পাটোয়ারীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে।

সোমবার (২১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে চৌদ্দগ্রাম বাজারে এ সংঘর্ষের সূত্রপাত হয়। সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই মেয়র প্রার্থীর চার শতাধিক কর্মী-সমর্থক চৌদ্দগ্রাম বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে ৬০/৭০ রাউন্ড গুলিবিনিময় হয়। ঘটনাস্থলে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

এতে আহত হয়েছেন উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন। তাদের মধ্যে দু’জন গুলিবিদ্ধ রয়েছেন। তারা হলেন- খালেদ হোসেন (২২) ও হান্নান (১২)।

এদিকে, সংঘর্ষ চলাকালে দু’টি মাইক্রোবাস, তিনটি মোটরসাইকেলসহ আশপাশের বিভিন্ন দোকানে আগুন দিয়েছে উভয়পক্ষের লোকজন।

খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কুমিল্লা শহর থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।

জেলা পুলিশ সুপার শাহ মোহাম্মদ আবিদ হোসেন  বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা থেকে র‌্যাব ও পুলিশ সদস্যদের পাঠানো হচ্ছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মাহফুজ আহমেদ বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *