বাংলাদেশিদের জন্য ওমরা ভিসার ওপর সৌদি আরব যে নিষেধাজ্ঞা দিয়েছিল তা তুলে নিয়েছে দেশটি। রয়েল অ্যাম্বাসি অব সৌদি আরব এক চিঠিতে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়কে এ তথ্য জানিয়েছে। ধর্ম মন্ত্রণালয় বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছে।
আজ সোমবার বিকালে ধর্ম মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে ।
ওমরার নামে মানবপাচারের অভিযোগে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ রাখে সৌদি কর্তৃপক্ষ। প্রায় ২০ হাজার বাংলাদেশি ওমরা করতে সৌদি আরবে গিয়ে আর দেশে ফিরেনি বলে অভিযোগ করা হয়। এছাড়া কয়েকটি হজ এজেন্সির বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে কালো তালিকাভুক্ত করে সৌদি আরব।